বগুড়ায় ছেলের হাতে বাবা খুন

প্রকাশ: আগস্ট ১১, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে পিতা মোজাম্মেল হকের (৮০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত মোজাম্মেল দুপচাঁচিয়ায় উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোজাম্মেল হকের একমাত্র ছেলে মুমিনুল ইসলাম সানা (৩৮) একজন মানসিক রোগী। আজ সকালে মোজাম্মেল ছেলেকে ভাত খাওয়ার কথা বললে, তিনি ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে জামাই বেলাল উদ্দিন জানান, মুমিনুল বগুড়া আজিজুল হক কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স পাস করেন। পরবর্তীতে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হননি।

বগুড়ার দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫