গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত গ্রেপ্তার

প্রকাশ: আগস্ট ১১, ২০২২

বণিক বার্তা অনলাইন

গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বীরভূমের বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই। খবর এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম জানায়, অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গের তৃণমূলের এক দাপুটে নেতা। গ্রেপ্তারের পর তাকে নিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর গরু পাচার মামলাসহ কয়েকটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য অনুব্রত মণ্ডলকে একাধিক বার নোটিশ দিয়ে কলকাতার সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়। তবে বিভিন্ন অজুহাতে সিবিআই দপ্তরে হাজিরা থেকে অনুপস্থিত থাকতেন তিনি। 

সবশেষ স্থানীয় সময় গতকাল বুধবারও তাকে কলকাতার সিবিআই দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। তবে সেই নোটিশেও হাজির হননি তিনি। বরং তিনি অসুস্থতার কথা বলে বীরভূম থেকে  পিজি হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি। পিজি হাসপাতালের সাত সদস্যের মেডিকেল বোর্ড তাকে পরীক্ষা করে জানিয়ে দেয়, তিনি সুস্থ আছেন। তাকে ভর্তি করানোর প্রয়োজন নেই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫