ফ্রান্সকে হটিয়ে ইউরোপে বৃহত্তম বিদ্যুৎ রফতানিকারক সুইডেন

প্রকাশ: আগস্ট ১১, ২০২২

বণিক বার্তা অনলাইন

ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ইতিহাসের মধ্যে সবচেয়ে কমে এসেছে। এ সুযোগে ইউরোপে সবচেয়ে বেশি বিদ্যুৎ রফতানিকারক দেশে পরিণত হয়েছে সুইডেন। খবর আনাদোলু।

তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান এনাপসিস জানায়, সুইডেন নিজেদের উৎপাদিত বেশির ভাগ বিদ্যুৎ ফিনল্যান্ড ও ডেনমার্কে রফতানি করছে। অন্যদিকে চলতি বছরে রফতানির চেয়ে আমদানি বেশি করেছে ফ্রান্স। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ঘাটতি ও গ্যাসের দাম বাড়ায় আমদানিই প্যারিসের জন্য লাভজনক।

ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ৫৬টি চুল্লির মধ্যে অর্ধেক বন্ধ রয়েছে। ফ্রান্স এখন অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানি করায় মহাদেশটিতে সংকট আরো বেড়েছে।

একই সময়ে জার্মানি ও যুক্তরাজ্য বিদ্যুতের রফতানি বাড়িয়েছে। তবে সবাইকে ছাড়িয়ে গিয়েছে সুইডেন। চলতি বছরের প্রথমার্ধে তাদের রফতানির পরিমাণ ছিল ১৬ টেরাওয়াট-ঘণ্টা।

সুইডেনে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস পারমাণবিক, জলবিদ্যুৎ কেন্দ্র ও জৈব জ্বালানি। দেশটির বিদ্যুতে বায়ুশক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তেল-চালিত উৎপাদন হ্রাস পাচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫