মালিতে বাংলাদেশী কন্টিনজেন্ট সফরে জাতিসংঘ ইউএসজি

প্রকাশ: আগস্ট ০৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি), জ্যাঁ পিয়েখ ল্যাখোয়া গত ২৭ জুলাই সেক্টর ইস্ট, গাও রিজিয়নের বাংলাদেশ ব্যাটালিয়ন/ পরিদর্শন করেন। বাংলাদেশ ব্যাটালিয়ন/ কর্তৃক স্থানীয়দের মধ্যে শান্তি সম্প্রীতি গড়ে তুলতে এবং জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি কন্টিনজেন্টের কর্মস্পৃহা সমঝোতাসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। সময় আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইনটিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালির (মিনুসমা) স্পেশাল রিপ্রেজেনটেটিভ অব সেক্রেটারি জেনারেল (এসআরএসজি), ফোর্স কমান্ডার, পুলিশ কমান্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্ডার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশ ব্যাটালিয়ন/-এর কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল মো. বশিরুল হক আশ্বাস দেন, বাংলাদেশ ব্যাটালিয়ন/ মালিতে শান্তি, সামাজিক সংহতি জাতীয় পুনর্মিলন ফিরিয়ে আনতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী শান্তিরক্ষীরা মালির সাধারণ জনগণের পাশে সর্বদা সচেষ্ট থাকবে। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫