নিষেধাজ্ঞাপূর্ব মাত্রায় জ্বালানি তেল উত্তোলনে প্রস্তুত ইরান

প্রকাশ: আগস্ট ০৮, ২০২২

বণিক বার্তা ডেস্ক

যত দ্রুত সম্ভব মার্কিন নিষেধাজ্ঞাপূর্ব মাত্রায় অপরিশোধিত জ্বালানি উত্তোলনে ফিরতে চায় ইরান। এক্ষেত্রে দেশটি পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের জ্বালানি তেল বিষয়কমন্ত্রী জাভেদ ওয়াজি। সম্প্রতি ওপেক নন-ওপেক দেশগুলোর মন্ত্র্রী পর্যায়ের বৈঠক শেষে মন্তব্য করেন তিনি।

জাভেদ বলেন, পশ্চিমা সরকারগুলো সংবেদনশীল সংকটাপন্ন অবস্থা সুস্পষ্টভাবেই বুঝতে পারবে বলে আসা করছি এবং পরিস্থিতি বিবেচনায় নিয়েই দেশগুলো যুক্তি পদক্ষেপ নিয়ে এগোবে, যাতে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি সতর্ক করে বলেন, চলতি বছরের শীতকাল বিশ্বের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউরোপের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে ইউরোপিয়ানদের অগ্রিম সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ইরান নিয়মিতভাবেই দেশটির জ্বালানি খাতকে রাজনীতির বাইরে রাখার ব্যাপারে জোর দিয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল নিয়ে বিশ্ববাজারে ফিরে আসতে পারলে ইরান চলমান সংকট নিরসনের মাধ্যমে বাজারে স্থিতি ফেরাতে পারবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫