আন্তর্জাতিক বাজারে বেড়েছে চিনির দাম

প্রকাশ: আগস্ট ০৮, ২০২২

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বেড়েছে চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য। এর আগে এক সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল পণ্যটির দাম। জ্বালানি তেলের দাম কমতে থাকায় ইথানল উৎপাদনে আখের চাহিদা কমছে। বিপরীতে মিল মালিকরা অনেক বেশি পরিমাণে চিনি উৎপাদনে আগ্রহী হচ্ছেন। মূল্যবৃদ্ধি সাময়িক বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর নাসডাক।

তথ্য বলছে, আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অক্টোবর সরবরাহ চুক্তিতে চিনির দাম ৩৯ সেন্ট বা দশমিক শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ১৭ দশমিক ৯৪ সেন্টে। অন্যদিকে অক্টোবর সরবরাহ চুক্তিতে সাদা চিনির দাম টনপ্রতি ২২ ডলার ৯০ সেন্ট বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৫৫০ ডলার ৯০ সেন্টে।

সংশ্লিষ্টরা জানান, শীর্ষ রফতানিকারক দেশ ভারত সম্প্রতি অতিরিক্ত আরো ১২ লাখ টন চিনি রফতানির অনুমতি দিয়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বাড়বে। এতে শিগগিরই দাম কমে আসার সম্ভাবনা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫