ইনফ্লুয়েন্সারদের জন্য মেটার নতুন স্ট্রিমিং প্লাটফর্ম

প্রকাশ: আগস্ট ০৮, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ইনফ্লুয়েন্সারদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে নতুন লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম আনতে যাচ্ছে মেটা। সুপার নামে প্লাটফর্মটি ইনফ্লুয়েন্সারদের ভিডিও কনটেন্টের জন্য আনা হচ্ছে। খবর টেকটাইমস।

প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, লাইভস্ট্রিমার, কনটেন্ট নির্মাতা ইনফ্লুয়েন্সারদের জন্য সুপার নামে নতুন লাইভস্ট্রিমিং প্লাটফর্মের উন্নয়নে কাজ করছে মেটা। প্লাটফর্মটি ইনফ্লুয়েন্সারদের একা অথবা তাদের অনুুসারীদের সঙ্গে নিয়ে লাইভস্ট্রিম শুরু করতে আয় করতে পারবে। পরীক্ষাধীন পর্যায়ে প্লাটফর্মটি ব্যবহারের জন্য মেটা ইনফ্লুয়েন্সারদের ২০০ থেকে হাজার ডলার পর্যন্ত দেবে।

আশ্চর্যজনকভাবে ২০২০ সালের শেষ দিকে সুপারের উন্নয়নকাজ শুরু হয়। বর্তমানে এটি মেটার নতুন প্রডাক্ট এক্সপেরিমেন্ট দলের অধীনে রয়েছে। টেকক্রাঞ্চকে পাঠানো এক -মেইলে মেটার একজন মুখপাত্র জানান, সুপার খুবই ছোট একটি প্লাটফর্ম। বর্তমানে কনটেন্ট নির্মাতাদের ছোট একটি দলকে নিয়ে এর পরীক্ষা চলছে। নতুন প্লাটফর্ম পরীক্ষার জন্য মেটা এরই মধ্যে কিছু নির্মাতার সঙ্গে যোগাযোগ করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫