মোংলায় পৌঁছল বঙ্গবন্ধু রেল সেতুর মালপত্র

প্রকাশ: আগস্ট ০৭, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

সিরাজগঞ্জে যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য স্টিলের কাঠামোর মালপত্র নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি উহইওন হোপ। গতকাল বিকালে বন্দরের ৭নং জেটিতে এসে পৌঁছে জাহাজটি। জাহাজে রেলসেতু নির্মাণ প্রকল্পের জন্য ২৬৭টি প্যাকেজের হাজার ৩৫০ দশমিক ৬৩ টন মেশিনারি পণ্য এসেছে। গত ২৫ জুলাই ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে  জাহাজটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণাধীন মেশিনারিজ পণ্য নিয়ে জাহাজটি গতকাল বিকালে মোংলা বন্দরে পৌঁছেছে। এসব পণ্য ভিয়েতনামের আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার এশিয়া লিমিটেড কোম্পানি উৎপাদন করেছে।

এমভি উহিয়ান হোপ জাহাজের স্থানীয় শিপিং এজেন্টে হক অ্যান্ড সন্স খুলনার ব্যবস্থাপক মো. শওকত আলী বলেন, ভিয়েতনাম থেকে আসা এসব পণ্য আগস্টের মধ্যে খালাস করা হবে। এরপর সড়ক পথে পদ্মা সেতু হয়ে মালপত্র সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুস্থলে পৌঁছবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশের চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। রেল সেতুর মেশিনারি পণ্যের চালান মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়া বন্দরের ব্যাপক সক্ষমতার প্রমাণ দেয়।

এদিকে গতকাল আসা চালানকে বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারির প্রথম চালান বলে বন্দর কর্তৃপক্ষ উল্লেখ করলেও মূলত এর আগে ২০২১ সালের ১৪ জুন রেল সেতুর মালপত্র নিয়ে বন্দরে এসেছিল এমভি ফ্রানভো লোহাস নামে একটি জাহাজ। সে জাহাজে এসেছিল হাজার ২৮৮ টন স্টিল পাইপ পাইল।

উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে দশমিক কিলোমিটার ডুয়াল গেজ ডাবল ট্র্যাকের সেতু।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫