হিরোশিমা দিবস আজ

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

আজ হিরোশিমা দিবস (৬ আগস্ট)। ৭৭ বছর আগে এমন একটা দিনে পরমাণু বোমায় কেঁপে উঠেছিল জাপানের হিরোশিমা শহর। প্রতি বছরের ন্যায় এবারো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করছে জাপানের বিভিন্ন স্তরের মানুষ।

১৯৪৫ সালের ৬ আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে তখন অস্থির বিশ্ব। স্থানীয় সময় তখন সকাল ৮টা ১৫ মিনিটে এনোলা গে নামে ইউএস বি-২৯ যুদ্ধবিমান লিটল বয় খ্যাত পারমাণবিক বোমা নিক্ষেপ করে হিরোশিমায়। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম পারমাণবিক বোমা হামলা, যেটি চালায় যুক্তরাষ্ট্র

আজ স্থানীয় সময় শনিবার শহরটির পিস পার্কে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস, হিরোশিমা শহরের মেয়র কাজুমি মাতসুই সহ হাজারো লোকের সমাগম হয়।

দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, শুরুতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শান্তি ঘণ্টা বাজানো হয়। পরে নীরবতাও পালন করা হয়। এ সময়ে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, পারমাণবিক অস্ত্র মানুষের নিরাপত্তা দিতে পারে না। এটি শুধু মানুষের মৃত্যু ও ধ্বংস ডেকে আনতে পারে।

হিরোশিমায় বোমা নিক্ষেপের নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। বোমাটি প্রায় ৫০০ মিটার উঁচুতে বিস্ফোরিত হয়। এতে তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। তখনো ঘুমের মধ্যেই ছিলেন বেশির ভাগ মানুষ। মাটির সঙ্গে মিশে যায় বেশির ভাগ স্থাপনা। ধ্বংসযজ্ঞে পরিণত হয় একটি নগরী। পার্শ্বপ্রতিক্রিয়ায় বছর শেষে আরও ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫