আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৮, আহত ১৮

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

বণিক বার্তা অনলাইন

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া অধ্যুষিত এলাকায় এক বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্স।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এক বিবৃতিতে আইএস জানিয়েছে, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনাকীর্ণ জায়গায় এ বিস্ফোরণটি ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিস্ফোরক একটি সবজির গাড়িতে রাখা হয়েছিল। বিস্ফোরণের ফলে নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক আহত ও নিহত হয়েছে।

তিনি বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।

গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে দেশটির নিরাপত্তায় আইএসকে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫