সিদ্ধিরগঞ্জে নারী পাচার চক্রের ছয় সদস্য আটক

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী পাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার রাতে উপজেলার মিজমিজি বাতানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল  ফোন, ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।

আটকরা হলেনঝুমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯), রিনা (৩৫), শাহজামাল (৪০), রাবেয়া আক্তার (২৭) কমলি খাতুন সিমা (৩২)

গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, একদল মানবপাচারকারী এক নারীকে বিউটি পার্লারে কাজ জোগাড় করে দেয়ার কথা বলে যশোরের বেনাপোল সীমান্তে নিয়ে যায়। একপর্যায়ে তাকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারেন তাকে পাচার করা হচ্ছে। ওই নারী যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে তিনি কৌশলে পালিয়ে বাসে যশোর থেকে নারায়ণগঞ্জ চলে আসেন।

তানভীর মাহমুদ পাশা আরো বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নারী পাচারকারী চক্রের সদস্যদের আটক করা হয়েছে। সময় আরো দুই নারীকে "ার করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫