নেত্রকোনা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনা জেলার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  বৃহস্পতিবার দুপুরে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। গতকাল সকালে  বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া তথ্য জানান।

তিনি জানান, নেত্রকোনার দুর্গাপুর  উপজেলার  দুর্গাপুর  ইউনিয়নে অবস্থিত  বারমারি  বিওপি থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ সদস্যের একটি টহল দল তার নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৬৩ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে উত্তরবারমারী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২১৬ পিস ভারতীয় শাড়ি ৫৩ পিস  মিক্স  মাসালা  শাড়ি ২৮৫টি লেহেঙ্গা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ২৬ হাজার টাকা। জব্দ মালপত্র নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানান বিজিবির কর্মকর্তা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫