শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী

সব বিশ্ববিদ্যালয়ে বিজনেস ইনকিউবেশন সেন্টার হবে

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শহীদ শেখ কামালের অবদান স্মৃতি ধরে রাখতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল সংসদ সদস্যদের মধ্যে ক্যারম বোর্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় একটি করে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ কমাল দেশের যুবসমাজের কাছে এক অনন্য অনুপ্রেরণার উৎস। যার কৃতিত্বপূর্ণ পথচলা তারুণ্যের স্বপ্নযাত্রায় চিরকাল আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। বহুমুখী প্রতিভার অধিকারী নির্মল তারুণ্যের অগ্রদূত শেখ কামালকে অনুসরণ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ পটুয়াখালী- আসনের সংসদ সদস্য ফিরোজ, ময়মনসিংহ- আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, টাঙ্গাইল- আসনের সংসদ সদস্য ছোট মনির। পরে প্রতিমন্ত্রী উপস্থিত সংসদ সদস্য প্রতিনিধিদের মধ্যে ক্যারম বোর্ড বিতরণ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫