কভিড-১৯

শনাক্ত কিছুটা কমেছে মৃত্যু দুজনের

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের হার কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যায়, সময়ে নতুন করে ২৫৩ জন কভিড রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দুজনের। শুক্রবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পাঁচ হাজার নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে দশমিক শূন্য শতাংশ। আগের দিন শনাক্তের হার দশমিক ১৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ হাজার ৮৯৯ হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার ৯৭৪ জন রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে পর্যন্ত সুস্থ হল ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন।

নতুন শনাক্ত ২৫৩ জনের মধ্যে ১২১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩১ জেলায় গত একদিনে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন ছিল রাজশাহী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে পর্যন্ত মারা গিয়েছে ৬৪ লাখ ১২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৮ কোটি ২০ লাখের বেশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫