চুয়াডাঙ্গায় আট শহীদ মুক্তিযোদ্ধাকে স্মরণ

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের আগস্ট হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে আট বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দিনটি প্রতি বছর স্থানীয় শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। উপলক্ষে গতকাল সকালে জেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগার টগর এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাস জোয়ার্দ্দার টোটন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রমুখ। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫