মালয়েশিয়ায় বিদেশী কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বিদেশী কর্মী নিয়োগের আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া। ঘোষণা অনুযায়ী ১৫-৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিদেশী কর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশী কর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর আগামী সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশী কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানায় দেশটি। তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

গত মার্চে কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ পাস করে মালয়েশিয়া। যেখানে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে ৯৮ দিনে বাড়ানো, গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, সেই সঙ্গে বিবাহিত নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫