তৈরি পোশাক খাতের নিরাপত্তাজনিত বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

প্রকাশ: আগস্ট ০৬, ২০২২

বাংলাদেশ ব্যাংক ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের তৈরি পোশাক খাতের নিরাপত্তাজনিত সংস্কার পরিবেশগত উন্নয়ন সহায়তা প্রকল্পের (এসআরইইউপি) আওতায় একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। প্রকল্পের সব বিনিয়োগকারী স্টেক হোল্ডারদের এসআরইইউপি প্রকল্প বিষয়ে অবগত করার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মরিজিও চান, এএফডির কান্ট্রি ডিরেক্টর বুনোয়া চাসাত, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসআরইইউপি) প্রকল্প পরিচালক মনি শংকর কুণ্ডু উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্যিক ব্যাংক, তৈরি কারখানার মালিক, বিজিএমইএ এবং আরএসসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫