চার হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

প্রকাশ: আগস্ট ০৫, ২০২২

ক্রীড়া ডেস্ক

চার হাফসেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিং পেয়ে সেটি ভালোই কাজে লাগিয়েছে সফরকারীরা।

দলের প্রথম চার ব্যাটারই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তামিম ইকবাল ৬২, লিটন দাস ৮১ (অবসর) ও এনামুল হক বিজয় ৭২ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫১ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২০ রানে অপরাজিত থাকেন। স্বাগতিক বোলাররা নিতে পেরেছেন কেবল দুটি উইকেট। ভিক্টর নায়াউচি ও সিকান্দার রাজা একটি করে উইকেট নেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫