ইরানে ভয়াবহ বন্যায় ৫৩ জনের মৃত্যু

প্রকাশ: জুলাই ৩০, ২০২২

বণিক বার্তা অনলাইন

ইরানে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। তাদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। গতকাল শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বের আলবোর্জ পর্বতমালার পাদদেশের ফিরোজ কুহ এলাকা। যেখানে অন্তত ১০ জন মারা গেছে বলে জানিয়েছেন তেহরানের গভর্নর মোহসেন মনসুরি। খবর রয়টার্স।

রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি অপারেশন বিভাগের প্রধান মেহেদি ভ্যালিপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুই দিন ধরে দেখা দেয়া এ বন্যা ৪০০টি শহর ও গ্রামকে প্রভাবিত করেছে। ১৬ জন এখনো নিখোঁজ রয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক মহাসড়ক।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইমামজাদেহ দাউদ গ্রামে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত আটজন মারা গেছে। ১৪ জনের মতো নিখোঁজ রয়েছে।

এর আগে গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে হঠাৎ বন্যায় ২২ জনের মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫