প্যারামাউন্ট টেক্সটাইলস

প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

প্রকাশ: জুলাই ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসির ১৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৩তম কমিশন সভায় গতকাল প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারামাউন্ট টেক্সটাইলসের ১৫০ কোটি টাকার পুরোপুরি অবসায়নযোগ্য, রূপান্তর অযোগ্য, কিউমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। পাঁচ বছর মেয়াদি প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার হবে শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশ। প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্পসারণ বিদ্যমান দায়দেনা পরিশোধ করবে। কোম্পানিটির প্রেফারেন্স শেয়ারের ইস্যু অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল টাকা ৩৫ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫