অর্থনীতিতে রোড শোর সুফল যোগ হয়েছে: বিএসইসি চেয়ারম্যান

প্রকাশ: জুলাই ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে বর্তমান কমিশনের অধীনে বিশ্বের বেশ কয়েকটি দেশে রোড শোর আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব রোড শোর ইতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়তে শুরু করছে বলে মনে করছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রোড শোর সুফল সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সেলিব্রেটি হলে অনুষ্ঠিত জাতীয় ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী নতুন প্রতিভা এবং বিনিয়োগের আকর্ষণ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বিএসইসি, ব্লুমবার্গ এলপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫