মালয় চেম্বার ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের চুক্তি

প্রকাশ: জুলাই ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে মালয় চেম্বার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) গতকাল রাজধানীর গুলশানে বিএমসিসিআই সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সহসভাপতি . আবদ হালিম বিন হুসেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ আলমাস কবীর।

সৈয়দ আলমাস কবীর বলেন, চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেবে। ৫০ বছর আগে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এর পর থেকে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন করলে লাভবান হবেন।

. আবদ হালিম বিন হুসেন বলেন, বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য পরিবেশ বেশ ভালো। রাজধানী ঢাকাসহ সারা দেশে অবকাঠামো উন্নয়ন হচ্ছে। যেটা বিনিয়োগের জন্য চমত্কার পরিবেশ তৈরি করছে। বাংলাদেশে মালয়েশিয়ার ব্যবসায়ীরা যেন সহজে বিনিয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরিতে বাংলাদেশের ব্যবসায়ী সরকার সহযোগীর ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া চেম্বারের সহ-সভাপতি শাব্বির আহমেদ খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান, পরিচালক সিফাত আহমেদ চৌধুরী পরিচালক মো. মামুনুর রহমান প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫