কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

প্রকাশ: জুলাই ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

এসএমই প্লাটফর্মের কোম্পানি মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড নিয়ালকো এলয়েজ লিমিটেডের শেয়ারদর লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ারদর লেনদেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেয়া চিঠির জবাবে গতকাল পৃথকভাবে তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

মাস্টার ফিড এগ্রোটেক: গত ১৪ জুন থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ার ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৬০ দশমিক পয়সা বা ৪৪ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ২১ জুন কোম্পানিটি শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির লেনদেন ছিল ২১ লাখ ৫০ হাজার ২৩৪টি। এছাড়া গত জুলাই ১৪ লাখ ৪৪ হাজার ৯০৩টি এবং গতকাল কোম্পানিটির ১৪ লাখ ৮৯ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন হয়।

নিয়ালকো এলয়েজ: জুলাই থেকে ডিএসইতে ঊর্ধ্বমুখী কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫২ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকা ৬০ পয়সায়। সাম্প্রতিক সময়ের মধ্যে জুলাই কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল লাখ ৩৮ হাজার ১৩১টি। গতকাল কোম্পানিটির লাখ ৬৩ হাজার ৩১৩টি শেয়ার হাতবদল হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫