অবশেষে পদত্যাগ করলেন বরিস জনসন

প্রকাশ: জুলাই ০৭, ২০২২

বণিক বার্তা অনলাইন

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে দল নতুন নেতা নির্বাচিত করার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

আজ বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে ভাষণ দেন। সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়া হয় না। বরিস জনসন পদত্যাগ করার পর এখন তার দল কনজারভেটিভ পার্টি নতুন নেতা নির্বাচনে অভ্যন্তরীণ নির্বাচন করবে। সে নির্বাচনে যিনি জয়ী হবেন, তিনি হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। আগামী অক্টোবরেই দলের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচিত নতুনই নেতাই প্রধানমন্ত্রীর পদে নতুন করে দায়িত্ব নেবেন।

পদত্যাগের ঘোষণায় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তার সময়ে সরকারের নেয়া নানা পদক্ষেপে তিনি গর্বিত। এসময় ব্রেক্সিট সম্পন্ন করার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া ইউরোপের মধ্যে সবচেয়ে দ্রুত দেশের মানুষকে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় নিয়ে আসতে পারার কথাও বলেন। 

এর আগে বরিস জনসনের নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে ৫০ জনের বেশি সদস্য পদত্যাগ করেন।

আরো পড়ুন: দলীয় নেতৃত্ব থেকে পদত্যাগ করছেন বরিস জনসন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫