লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: জুলাই ০৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান রুবেল ওরফে হাসিম (৩৪) ফয়েজ আহাম্মদ (২৭)

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম রায় দেন। সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি মেহেদী হাসান রুবেল উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আরেক আসামি ফয়েজ ঘটনার পর থেকে পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ফয়েজ আহাম্মদ একই এলাকার কাঁঠালীবাড়ির আবদুল্লার ছেলে। ভিকটিম আলমগীর রায়পুর উপজেলার সাইচা গ্রামের মৃত বশির উল্যার ছেলে।

সরকারি আইনজীবী জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২১০৯ সালের ২০ আগস্ট রাতে আসামি মেহেদী হাসান তার সহযোগী ফয়েজ আহাম্মদ পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম আলমগীর হোসেনকে সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে হত্যা করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫