টানবাজারে আরেক দফায় কমেছে সুতার দাম

প্রকাশ: জুলাই ০৪, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

দেশের অন্যতম পাইকারি সুতার বাজার নারায়ণগঞ্জের টানবাজার। এক সপ্তাহের ব্যবধানে এখানে আরেক দফা কমেছে সুতার দাম। আন্তর্জাতিক বাজারে সুতা তৈরির কাঁচামাল তুলার দাম কমায় স্পিনিং মিল থেকেই সব কাউন্টের সুতার দাম কেজিপ্রতি -১০ টাকা কমানো হয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, ১০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ৮০-৯২ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৮৮-১০২ টাকা। দাম কমেছে পাউন্ডপ্রতি টাকা।

২০ কাউন্টের কোয়ালিটি সুতা বেচাকেনা হচ্ছে ৯৫-১১০ টাকা দরে, যা -১০ দিন আগেও ছিল ১০০-১১৫ টাকা। দাম কমেছে প্রায় টাকা।

এক্সপোর্ট কোয়ালিটির সুতা বেচাকেনা হচ্ছে ১৫০-১৬৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগে হয়েছিল ১৫৬-১৭৫ টাকা। পাউন্ডপ্রতি দাম কমেছে ১০ টাকা।

৪০ কাউন্টের (বাইন) সুতা বাজারে বিক্রি হচ্ছে ১৮৫-১৯৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ১৯৫-২০০ টাকা। পাউন্ডপ্রতি দাম কমেছে ১০ টাকা।

৪০ কাউন্টের (টানা) সুতা বেচাকেনা হচ্ছে ২০০-২১০ টাকা দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ২১০-২১৫ টাকা। দাম কমেছে ১০ টাকা।

৫০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ২৩০-২৪৫ টাকা দরে, যা -১০ দিন আগেও ছিল ২৩৮-২৫৩ টাকা। পাউন্ডপ্রতি কমেছে টাকা। ৬০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ২৬০-২৬৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ২৭১-২৭৬ টাকা। পাউন্ডপ্রতি দাম কমেছে ১১ টাকা।

৮০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে ৩৩০-৩৫০ টাকা, যা হয়েছিল ৩৪০-৩৬০ টাকা দরে। দাম কমেছে পাউন্ডপ্রতি ১০ টাকা।

নারায়ণগঞ্জ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন সাহা জানান, কয়েক সপ্তাহ ধরেই সুতার দাম কমতির দিকে। গত তিন-চার সপ্তাহে সব কাউন্টের সুতার দামই কমেছে। এক-দেড় মাসে সব কাউন্ডের সুতার দাম পাউন্ডপ্রতি ২০-৩০ টাকা কমেছে। দাম কমলেও সুতা বেচাকেনার অবস্থা খুব খারাপ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫