শেয়ার বিক্রি করবেন দুই কোম্পানির উদ্যোক্তা ও করপোরেট পরিচালক

প্রকাশ: জুলাই ০৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের করপোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড তালিকাভুক্ত কোম্পানি দুটির মোট লাখ ৬৩ হাজার ৫২৬টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ডিএসই মাধ্যমে গতকাল পৃথকভাবে তথ্য জানিয়েছে কাগজ মুদ্রণ খাতের কোম্পানি দুটি।  বিডি মনোস্পুল উদ্যোক্তা কোম্পানিটির ৬৩ হাজার ৫২৬টি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। যা কোম্পানিটিতে উদ্যোক্তার ধারণকৃত সমুদয় শেয়ার। অন্যদিকে পেপার প্রসেসিংয়ের করপোরেট পরিচালক কোম্পানিটির লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে কোম্পানিটির মোট লাখ ২১ হাজার ৩০৬টি শেয়ার রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫