সিএসই শরিয়াহ সূচক সমন্বয়

প্রকাশ: জুলাই ০৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ১২টি কোম্পানিকে যুক্ত আগের ১১টিকে বাদ দেয়া হয়েছে। সমন্বয়ের পর সিএসই শরিয়াহ সূচকভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১৩২টিতে, যা ১৭ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো একমি পেস্টিসাইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইব্রাস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিডিকম অনলাইন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, রিজেন্ট টেক্সটাইল মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইউনিয়ন ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

সমন্বয়ের ফলে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো আরামিট সিমেন্ট লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরামিট লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, জেনারেশনস নেক্সট ফ্যাশনস লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড কাট্টলী টেক্সটাইল লিমিটেড।

সমন্বয়ের পর নতুন ১২ কোম্পানি বাদে অন্যগুলো হলো আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, এসিআই ফরমুলেশনস, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা, এএফসি এগ্রো বায়োটেক, অগ্নি সিস্টেমস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকআমান ফিড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ, বাংলাদেশ ল্যাম্পস, বাটা সু কোম্পানি (বিডি), বিবিএস কেবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বার্জার পেইন্টস বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ন কেবলস, ইস্টার্ন হাউজিং, -জেনারেশন, এস্কোয়ার নিট কম্পোজিট, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি, ফ্যামিলিটেক্স (বিডি), ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুডস, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল হেভি কেমিক্যালস, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন এবং এছাড়াও আরো ৭৩টি কোম্পানি রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫