ভুয়া কাবিননামায় কুমিল্লায় সম্পত্তি দখলের অভিযোগ

প্রকাশ: জুলাই ০৩, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় এক নারীর বিরুদ্ধে মিনহাজুর রহমান নামে ইংল্যান্ডপ্রবাসী ইতালির নাগরিকের নাম ব্যবহার করে ভুয়া কাবিননামায় স্ত্রী সেজে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারী নিশাত আহম্মেদ খান একসময় কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ২০২১ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নিশাত তার চক্রের পরিকল্পিত প্রতারণার শিকার হয়ে ঢাকা, কুমিল্লা নারায়ণগঞ্জে অঢেল সম্পদের মালিক হয়েও প্রবাসী মিনহাজকে দেশে এসে আবাসিক হোটেল স্বজনের বাড়িতে রাত কাটাতে হচ্ছে। গতকাল নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ওই নারীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ধরেন মিনহাজুর রহমান।    

মিনহাজুর রহমান আরো জানান, তার বাড়ি নগরীর রাজাপাড়া এলাকায়। ওই এলাকার শহীদুল হক স্বপনের মাধ্যমে আইনজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেয়া নিশাতের সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই সময় তার রূপগঞ্জের জমিজমা, কুমিল্লা হাউজিং এস্টেটে পাঁচ তলা বাড়ি ধানমণ্ডির একটি ফ্ল্যাট দেখাশোনা ভাড়া সংগ্রহের জন্য একজন লোকের দরকার ছিল। সময় নিশাত তাকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করলে মিনহাজ তাকে মৌখিক চুক্তিতে সে দায়িত্ব দেন। অভিযোগের বিষয়ে নিশাত আহম্মেদ খান বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। মিনহাজুর রহমান মিথ্যা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করেছে, বিয়ের প্রমাণও আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫