ঈদে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় সিরাজগঞ্জে মতবিনিময়

প্রকাশ: জুলাই ০৩, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ বিভাগ, সড়ক বিভাগ, পরিবহন শ্রমিক প্রতিনিধিসহ স্টেকহোল্ডাররা অংশ নেন।

জেলা প্রশাসক . ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এছাড়া উপস্থিতি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন সিরাজগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার  আতিকুর রহমান প্রমুখ। সভায় ঈদের আগে-পরে মহাসড়কে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন এবং ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫