নতুন ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশ: জুলাই ০২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ৪৯ জনের মধ্যে ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে । বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৫১ জন ডেঙ্গু রোগী  চিকিৎসাধীন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগে ৬ জন রোগী রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ১৬০ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ জন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫