কভিড-১৯

একদিনে ছয়জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১০৫

প্রকাশ: জুলাই ০২, ২০২২

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ১০৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৩৩ জন রোগী। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন ছয়জনসহ দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৮ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৩৫৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুইজন ও ময়মনসিংহ বিভাগের একজন বাসিন্দা ছিলেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫