আজ রাতে প্রথম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশ: জুলাই ০২, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু আজ। ডমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টি২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। রোববার একই মাঠে একই সময়ে দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে উইন্ডসর পার্কে। সর্বশেষ ২০১৭ সালে উত্তেজনাপূর্ণ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছিল পাকিস্তান। এরপর কভিড-১৯ মহামারী এখানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন পিছিয়ে দেয়। অবশেষে অপেক্ষা ঘুচতে চলেছে। এই মাঠে দুটি টি২০ ম্যাচে লড়বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ১০ জুলাই তৃতীয় ও শেষ টি২০ গায়ানায়, যেখানে পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দুই দল।

 

এই মাঠে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১১টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যদিও মাঠটি বাংলাদেশের কাছে মোটেও অপরিচিত নয়। এখানে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে দুটি ওয়ানডেতে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ। একটিতে স্পিনার আব্দুর রাজ্জাক ও আরেকটিতে অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচসেরা হয়েছিলেন। ২০০৯ সালের সেই সুখস্মৃতি কি এবার ফেরাতে পারবেন সাকিব, মাহমুদউল্লাহরা?

 

বলাবাহুল্য, ওই দুটি ওয়ানডে ছাড়া উইন্ডসর পার্কে আর কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। ১৩ বছর পর আবার এই মাঠে খেলতে নামছে টাইগাররা।

 

টি২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১৩টি ম্যাচ খেলে ৫টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ৭টি। সর্বশেষ ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-১-এ টি২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ।

 

মাহমুদউল্লাহর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি২০ ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলকে পৌঁছতে সাকিব আল হাসানের প্রয়োজন আর ৯২ রান। নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ব্যাটার যার এক হাজার টি২০ রান রয়েছে, ৪১২ রান দিয়ে দুইয়ে ব্র্যান্ডন কিং।

 

ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য): কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, আকিয়াল হোসেন ও হেইডেন ওয়ালশ।

 

বাংলাদেশ (সম্ভাব্য): মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫