রাজধানীতে বাসের ধাক্কায় একজনের মৃত্যু

প্রকাশ: জুলাই ০২, ২০২২

বণিক বার্তা অনলাইন

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বাইতুল মোকাররমের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত জাহাঙ্গীর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের বাসিন্দা।

 

নিহতের ভাগ্নে মো. মুহিদুল ইসলাম জানিয়েছেন, তার মামা জাহাঙ্গীরের এক শ্যালক বিদেশে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে ঢাকায় এসেছিলেন। আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি শ্যালক ও ভায়রাকে নিয়ে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় যাচ্ছিলেন।

 

তিনি বলেন, ‌পথিমধ্যে বাইতুল মোকাররম মসজিদের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় মনজিল পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। বাসটিকে পুলিশ জব্দ করেছে।

 

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫