কভিডে মৃত্যু ৫, শনাক্তের সংখ্যা ১৮৯৭

প্রকাশ: জুলাই ০১, ২০২২

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৮৯৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৪৮ জন রোগী। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন পাঁচজনসহ চলমান মহামারীতে দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৫৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৫ হাজার ৬৬২ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৮৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী ছিলেন। তাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫