আটশোর্ধ্ব দুস্থকে দৃষ্টি ফিরিয়ে দিল ইসিপি-এমএসএস

প্রকাশ: জুলাই ০১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রত্যন্ত অঞ্চলের ৮২৭ জন সুবিধাবঞ্চিত রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছে ইসিপি-এমএসএস। প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে ২০২২ সালের জুনে মাসব্যাপী দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নাটোর, গাইবান্ধা, রাজশাহী, কুড়িগ্রাম কুষ্টিয়ায় ২১টি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) নিজস্ব অর্থায়ন আই কেয়ার প্রোগ্রামের (ইসিপি) দাতাদের আর্থিক সহযোগিতায় এসব চক্ষু শিবির বাস্তবায়ন করা হয়।

দক্ষ চিকিৎসক, টেকনিশিয়ান চক্ষু পরীক্ষার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চক্ষু শিবিরগুলোতে হাজার ৮৩৫ জন দরিদ্র ব্যক্তিকে চক্ষুসেবা প্রদান করা হয়। এছাড়া সংস্থার সহযোগী হাসপাতাল ঠাকুরগাঁও সফিউদ্দীন আহমেদ ফাউন্ডেশন (সেফ), রংপুর চক্ষু হাসপাতাল, রাজশাহী মক্কা চক্ষু হাসপাতাল এবং সিরাজগঞ্জের অধ্যাপক এমএ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালে ছানি শনাক্ত রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫