বছরে ১৪ কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্য ভারতের

প্রকাশ: জুলাই ০১, ২০২২

বণিক বার্তা ডেস্ক

২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১৪ কোটি টন করে ধাতব কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত। সর্বশেষ দেশটি এক বছরে কোটি ১৭ লাখ টন ধাতব কয়লা উত্তোলন করেছে। সম্প্রতি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির কয়লাবিষয়ক মন্ত্রণালয়।

ইস্পাত লোহা উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল ধাতব কয়লা। নরেন্দ্র মোদি সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবে কয়লাবিষয়ক মন্ত্রণালয় জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

২০২১-২২ মৌসুমে ভারত সব মিলিয়ে কোটি ১৭ লাখ টন অপরিশোধিত ধাতব কয়লা উত্তোলন করে। ২০২০-২১ মৌসুমে উত্তোলনের পরিমাণ ছিল কোটি ৪৮ লাখ টন। সে হিসাবে উত্তোলন ১৫ শতাংশ বেড়েছে।  

জ্বালানিটির উত্তোলন আরো বাড়াতে কেন্দ্রে সরকার ১০টি ধাতব কয়লা ব্লক বেসরকারি খাতে নিলামের মাধ্যমে হস্তান্তর করেছে। দুই বছর ধরে এসব ব্লকের পিক রেটেড ক্যাপাসিটি (পিআরসি) কোটি ২৫ লাখ টন। বেশির ভাগ ব্লকই ২০২৫ সালের মধ্যে উত্তোলনে যাবে বলে প্রত্যাশা।

বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয় চারটি ধাতব কয়লা ব্লককে চিহ্নিত করেছে। এছাড়া সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট (সিএমপিডিআই) দুই মাসের মধ্যে চার থেকে ছয়টি ব্লকের ভৌগোলিক মজুদের পরিমাণ নিরূপণ চূড়ান্ত করবে।

ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) জাতীয় কয়লা উত্তোলনের ৮০ শতাংশই আসে কোম্পানিটি থেকে। কোল ইন্ডিয়া বিদ্যমান খনিগুলো থেকে কোটি ৬০ লাখ পর্যন্ত উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করেছে। এছাড়া নয়টি নতুন খনি চিহ্নিত করেছে, ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত যেগুলোর পিক রেটেড ক্যাপাসিটি দুই কোটি টন।

ভারতের বাজারে পাল্লা দিয়ে বাড়ছে কয়লার চাহিদা। বিশেষ করে দেশটির কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানিটির চাহিদা সবচেয়ে বেশি। চলতি দশকে কয়লার চাহিদা বেড়ে ১৫০ কোটি টনে উন্নীত হতে পারে। চাহিদা পূরণে দেশটির খনিগুলোকে উত্তোলন বাড়াতে উৎসাহিত করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এতে শামিল হয়েছে ভারতও। দেশটি কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার কথা বললেও তা বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দেশটিতে কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী কয়লার ব্যবহার কমার পরিবর্তে ক্রমে বাড়ছে।

কয়লাবিষয়ক মন্ত্রণালয় জানায়, বড় পরিসরে কয়লা উত্তোলন বাড়াতে চায় ভারত। উদ্দেশ্য আমদানি কমানোর মাধ্যমে চাহিদা সরবরাহের মধ্যে যে ব্যবধান তা কমিয়ে আনা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫