উইংস অব উইন্ডের উদ্যোগে চিত্রশিল্পীদের মিলনমেলা

প্রকাশ: জুলাই ০১, ২০২২

স্নিগ্ধ সজল মেঘকজ্জল বর্ষা শিরোনামে দেশের ২২ জন বরেণ্য প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীদের নিয়ে গাজীপুরের রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করেছে উইংস অব উইন্ড। আগামীকাল দুপুরে শুরু হবে আয়োজন। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ক্রমবিকাশ এবং পরিবর্তিত সামাজিক কাঠামোয় এর অবস্থান সুসংহত করতে কাজ করছে সংস্থাটি।

প্রথিতযশা তরুণ চিত্রশিল্পীদের সমন্বয়ে পরিকল্পিত আর্ট ক্যাম্পে শিল্পীরা বর্ষার নৈসর্গিক সৌন্দর্য তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন। ক্যাম্পে তরুণ শিল্পীরা চিত্রকর্ম বিষয়ে প্রথিতযশা শিল্পীদের সঙ্গে শিল্প ভাবনা বিনিময়ের পাশাপাশি সরাসরি শিল্প নির্দেশনা পাবেন। পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করবেন বীরেন সোম, আলোকেশ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, তরুণ ঘোষ, সিদ্ধার্থ তালুকদারসহ ২২ জন চিত্রশিল্পী। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫