আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

পুনরায় এমডি হলেন মোসাদ্দেক-উল-আলম

প্রকাশ: জুন ২৯, ২০২২

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. মোসাদ্দেক-উল-আলম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে ২৭ জুন থেকে বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ব্যাংকের এমডি পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মো. মোসাদ্দেক-উল-আলম ২০১৯ সালের ১৪ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি ইডকলের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি এবং ওয়াটা কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি, এ্যারোমা টি লিমিটেড, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালের ১৩ আগস্ট সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫