করপোরেট ব্যান্ড সংগীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

প্রকাশ: জুন ২৯, ২০২২

স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত দেশের প্রথম করপোরেট ব্যান্ড সংগীত প্রতিযোগিতা সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের প্রথম আসরের বিজয়ী হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। রানার আপ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। দ্বিতীয় রানার আপ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আসরে ফাইনালিস্ট ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আয়োজনে ব্যান্ডগুলো দেশপ্রেম পদ্মা সেতুর উদ্বোধন দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষকে চেতনায় ধারণ করে বিভিন্ন গান পরিবেশন করে।

এতে বিচারক হিসেবে প্যানেলে ছিলেন বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া নকীব খান। এছাড়া অতিথিদের মধ্যে করপোরেট জগতের স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আয়োজন নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দেশের বিকাশ সমৃদ্ধির ৫০ বছর উদযাপনকালে করপোরেট জগতের এমন প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫