আগামী বছর এ৩৮০ জেট ফেরাচ্ছে লুফথানসা

প্রকাশ: জুন ২৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

এয়ারবাসের এ৩৮০ সুপারজাম্বো জেট পরিষেবায় ফেরানোর পরিকল্পনা করছে লুফথানসা। আগামী বছরের গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে বিশালাকার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালু করতে চায় জার্মানির রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর এপি।

এর আগে কভিড-১৯ মহামারীতে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে সুপারজাম্বো জেটগুলোকে রক্ষণাবেক্ষণাগারে পাঠিয়ে দেয় এয়ারলাইনসগুলো। বর্তমানে বিধিনিষেধ শেষে আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ায় লুফথানসাসহ উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো আবারো জেটগুলো দিয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

তবে জার্মান প্রতিষ্ঠানটি ঠিক কতগুলো সুপারজাম্বো জেট পরিষেবায় ফেরানোর পরিকল্পনা করছে এবং কোন কোন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। লুফথানসা বলেছে, ২০২৩ সালের গ্রীষ্ম থেকে এ৩৮০ জেট পুনরায় পরিষেবায় ফিরবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকের চাহিদা বৃদ্ধি এবং ক্রয়াদেশ দেয়া উড়োজাহাজের বিলম্বিত সরবরাহের কারণে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৪টি এ৩৮০ উড়োজাহাজের মধ্যে ছয়টি বিক্রি করে দেয়া হয়েছে এবং বাকি আটটি স্পেন ফ্রান্সে পার্ক করে রাখা হয়েছে বলেও জানিয়েছে এয়ারলাইনসটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫