অর্থনৈতিকভাবে রাশিয়াকে চাপে রাখার অঙ্গীকারে শেষ জি৭ সম্মেলন

প্রকাশ: জুন ২৮, ২০২২

বণিক বার্তা অনলাইন

বিশ্বের শীর্ষ অর্থনীতির সাত দেশের সংগঠন জি৭ এর বার্ষিক সম্মেলন শেষ হচ্ছে আজ সম্মেলনের শেষ দিনে রাশিয়াকে অর্থনৈতিক ভাবে চাপে রাখার অঙ্গিকার করেছেন জি৭ নেতৃবৃন্দ। এ নিয়ে তারা বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। খবর এপি।

জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত সম্মেলনে বক্তরা রাশিয়ার তেলের বিকল্প খুঁজতে চান মূলত তেল রফতানি খাত থেকে রাশিয়ার অর্থ আয় কমাতে নেয়া হয়েছে সিদ্ধান্ত। এর মাধ্যমে যুদ্ধের খরচ বহনে চাপে ফেলানো যাবে রাশিয়াকে

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এর পর থেকে নানাভাবে রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমাবিশ্ব সমমনা দেশ গুলো

জি৭ ভুক্ত দেশ গুলো রাশিয়ার তেলের বিকল্প খোঁজার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সুনির্দিষ্ট দামে তেল বিক্রির প্রস্তাব জানান বক্তারা। এজন্য তেল রফতানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান গুলোকে আহ্বান জানানো হয়। এ নিয়ে দেশগুলোর মধ্যে আরো এক সপ্তাহ্ আলোচনা চলবে। জি৭ বহির্ভুত দেশ গুলোকেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন জি৭ নেতৃবৃন্দ।

এর আগে জি৭ এর নেতারা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি ইউক্রেন থেকে বিশ্ববাজারে খাদ্য আমদানি বন্ধ থাকায়, বিশ্বব্যাপি খাদ্য সংকট মোকাবেলায় প্রায় সাড়ে চারশ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দেয় তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫