ইউক্রেনে শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৬

প্রকাশ: জুন ২৮, ২০২২

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনের একটি জনবহুল শপিংমলে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো ৫৯ জন স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকে অবস্থিত অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে খবর রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, হামলার সময় শপিংমলের ভেতর এক হাজারের বেশি লোক ছিল প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বড় অগ্নিকাণ্ডের ফলে আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে

ইউক্রেনের জরুরী পরিষেবা জানিয়েছে, হামলায় অন্তত ১৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৯ জন

প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক সেখানে উদ্ধার অভিযান চলছে

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এটি হয়তো একটিগাইডেড মিসাইল’ বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আক্রান্ত শপিং সেন্টারটি রুশ-নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫