সিলেট ও সুনামগঞ্জে এফবিসিসিআইয়ের ত্রাণ সহায়তা

প্রকাশ: জুন ২৭, ২০২২

সিলেট সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দুই জেলায় পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিঁড়া, গুড় অন্যান্য শুকনো খাবার, লবণ, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন, মোমবাতি দিয়াশলাই। গতকাল সুনামগঞ্জ চেম্বারের নেতারা এফবিসিসিআইয়ের দেয়া ত্রাণ বিতরণ শুরু করেছেন। অন্যদিকে আজ থেকে বিতরণ কার্যক্রম শুরু করবে সিলেট চেম্বার।

বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেট সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ীরা। বন্যাকবলিত অন্যান্য জেলার পরিস্থিতির অবনতি হলে একইভাবে সহায়তা পাঠানো হবে বলে জানান সভাপতি।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, করোনা মহামারী নিয়ন্ত্রণে এর আগে জেলা চেম্বারগুলোর মাধ্যমে দেশব্যাপী ফেসমাস্ক, অক্সিজেন সিলিন্ডার, হাই-ফ্লো অক্সিজেন ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে এফবিসিসিআই। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫