জরিপের তথ্য

সঞ্চয় নেই নিম্ন আয়ের ৮৪ শতাংশের

প্রকাশ: জুন ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা ছাড়াই খরচ করেন ৯৩ দশমিক ৩৩ শতাংশ মানুষ। আর নিম্ন আয়ের জনগোষ্ঠীর ৮৪ দশমিক ৬৭ শতাংশেরই কোনো সঞ্চয় নেই।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে স্বচ্ছতা, জবাবদিহি আমাদের মনোগঠন: ব্যক্তি পরিবার শীর্ষক পরামর্শ সভায় জরিপের এসব তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ইসতিয়াক রায়হান জরিপটি পরিচালনা করেন।

২০২২ সালের ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়। এতে ১৫০ জন দরিদ্র জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে, যারা ঢাকা, ময়মনসিংহ যশোরের বাসিন্দা। 

দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, দেশের ৯৮ দশমিক ৬৭ শতাংশ নাগরিক দৈনন্দিন খরচের হিসাব লিখে রাখে না। ব্যক্তিগত কাজের সময়ের ব্যবহার নিয়ে ৯০ ভাগই সন্তুষ্ট নয়।

পরামর্শক সভায় সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান। সঞ্চালনা করেন আইইডির সমন্বয়ক তারিক হোসেন মিঠুল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫