মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

১ হাজার ৮০০ কোটি ডলার ভর্তুকি দিচ্ছে মালয়েশিয়া

প্রকাশ: জুন ২৭, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ভর্তুকি নগদ অর্থ সহায়তার জন্য চলতি বছরে হাজার ৭৩০ কোটি রিঙ্গিত বা হাজার ৭৬০ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঠেকাতে সম্প্রতি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী টেংকু জাফরুল আজিজ। খবর রয়টার্স।

সাম্প্রতিক মাসগুলোয় মালয়েশিয়ায় দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরবরাহ চেইন সংকট, শ্রমিক স্বল্পতা ইউক্রেন যুদ্ধের প্রভাবে এমনটা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে দেখা গেছে, গত মে মাসে দেশটির মূল্যস্ফীতি ছিল দশমিক শতাংশ, যা ২০১১ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

অর্থমন্ত্রী টেংকু জাফরুল আজিজ এক বিবৃতিতে জানান, জ্বালানি, বিদ্যুৎ খাদ্যপণ্যে হাজার ১০০ কোটি রিঙ্গিত ভর্তুকি দেয়া হচ্ছে। এছাড়া নগদ অর্থ সহায়তা হিসেবে হাজার ১৭০ কোটি রিঙ্গিত অন্যান্য ভর্তুকিতে হাজার ৪৬০ কোটি রিঙ্গিত ব্যয়ের পরিকল্পনা রয়েছে মালয়েশিয়া সরকারের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫