গম উৎপাদনে নতুন রেকর্ডের সম্ভাবনা দেখছে রাশিয়া

প্রকাশ: জুন ২৭, ২০২২

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের জন্য রাশিয়ার গম উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান সভেকন। বসন্তকালীন গম উত্তোলন পরিস্থিতির উন্নতি হওয়ায় পূর্বাভাস বাড়ানো হয়েছে। এবার গম উৎপাদনে দেশটি নতুন রেকর্ড গড়বে বলে প্রত্যাশা।

সম্প্রতি এক প্রতিবেদনে সভেকন জানায়, গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় উৎপাদন ছয় লাখ টন বাড়বে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে কোটি ৯২ লাখ টনে।

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক। বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকার দেশগুলোয় সবচেয়ে বেশি গম রফতানি করে রাশিয়া। কয়েক দিনের মধ্যেই দেশটির কৃষকরা নতুন গম উত্তোলন শুরু করবেন বলে প্রত্যাশা।

সভেকনের প্রধান অ্যান্ড্রু সিজভ বলেন, কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার দক্ষিণাঞ্চলের প্রাথমিক উৎপাদনের পরিমাণ নিরূপণ করা যাবে। অঞ্চলের উৎপাদন পরিস্থিতি ইতিবাচক থাকলে পূর্বাভাস আরো বাড়ানো হতে পারে।

সভেকন রাশিয়ার বসন্তকালীন গম আবাদি জমির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে। আগের পূর্বাভাসে কোটি ২১ লাখ হেক্টর জমিতে আবাদের কথা বলা হলেও সর্বশেষ পূর্বাভাসে তা বাড়িয়ে কোটি ২৬ লাখ ৫০ হাজার হেক্টরে উন্নীত করা হয়েছে। প্রতি হেক্টরে ১৭ লাখ টন করে উৎপাদনের পূর্বাভাস দিলেও তা বাড়িয়ে ১৮ লাখ ২০ হাজার টনে নিয়ে আসা হয়েছে। কারণ দেশটির ভোলগা উরাল অঞ্চলে আবহাওয়া উৎপাদনের অনুকূলে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫