লিটারে ৬ টাকা পর্যন্ত কমল সয়াবিন তেলের দাম

প্রকাশ: জুন ২৬, ২০২২

বণিক বার্তা অনলাইন

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে এক লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। আগামীকাল সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশীয় বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজ নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে এক লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত এক লিটার সয়াবিন তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫