পদ্মা সেতুর নাট খোলা যুবক আটক

প্রকাশ: জুন ২৬, ২০২২

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ভিডিও করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সিআইডির সাইবার ক্রাইমের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. মাহমুদ জানান, বায়েজিদ নামের ওই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না সেটাও জানার চেষ্টা চলছে। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে আজ সকাল থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় পদ্মা সেতু। তবে সেতুতে দাঁড়ানো বা ছবি তোলায় আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেতু কর্তপক্ষ। কিন্তু আজ প্রথমদিন সে নিয়ম মানেননি বেশিরভাগ মানুষ। 

এরই এক পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা হচ্ছে এমন একটি ভিডিও করেন এক যুবক। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ওই যুবক রেলিংয়ের দুটি নাট খুলছেন। এসময় পদ্মা সেতুর নির্মাণ প্রসঙ্গে মন্তব্যও করেন তিনি।

এ ঘটনার পর আজই তাকে আটক করার খবর দিল সিআইডি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫