কোয়ান্টাম নেটওয়ার্কিং সেন্টার চালু করতে যাচ্ছে অ্যামাজন

প্রকাশ: জুন ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

কোয়ান্টাম কম্পিউটিংয়ে অনেক প্রকল্প রয়েছে আইবিএম গুগলের মতো প্রযুক্তি জায়ান্টের। অ্যামাজন তাতে দেরিতে যুক্ত হলেও বেশ অগ্রসর হয়েছে। সম্প্রতি অ্যামাজন জানায়, তারা কোয়ান্টাম নেটওয়ার্কিং নিয়ে একটি গবেষণা কেন্দ্র চালু করেছে। কয়েক বছরের মধ্যেই খাতে বেশ অগ্রগতির আশা করছে জেফ বেজোস নেতৃত্বাধীন কোম্পানিটি। খবর দ্য ভার্জ।

গত বছরে এডব্লিউএস সেন্টার ফর কোয়ান্টাম কম্পিউটিং চালু করেছিল অ্যামাজন। কোয়ান্টাম নেটওয়ার্কিং সম্ভাবনাকে কাজে লাগাতে সাম্প্রতিক বছরগুলোয় গবেষণায় জোর দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। এজন্য এডব্লিউএস সেন্টার ফর কোয়ান্টাম নেটওয়ার্কিং (সিকিউএন) চালুর ঘোষণা দিয়েছে তারা।

কোয়ান্টাম কম্পিউটিংয়ের সুবিধা অনেকেই ঘরে তুলতে পারলেও কোয়ান্টাম নেটওয়ার্কিংয়ের সম্ভাবনা অনুধাবনে আরো সময় লাগবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেশির ভাগ কোয়ান্টাম প্রযুক্তির সুবিধা ঘরে তুলতে গবেষকদের আরো অনেক বছর লাগবে বলে মনে করেন তারা। তবে খাতে বিনিয়োগের জন্য অ্যামাজনের কাছে পর্যাপ্ত মূলধন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫